Description:ভূত থাকুক না-থাকুক, ভূতেদের প্রতি আকর্ষণ শিশু-কিশোরদের চিরকালের। এ-কথা বাস্তবে যতখানি সত্য, ততখানি গল্প পড়ার দিক থেকেও। এখনো হাতে বই পেলে বইপোকা শিশু-কিশোরের দল গা ছমছম ভূতুড়ে গল্পটি আগে পড়ে ফেলার জন্য আগ্রহান্বিত হয়ে ওঠে। আর ঠিক এই কারণেই, বাংলা শিশুকিশোর সাহিত্যে চিরকাল ভূতুড়ে গল্পের এত আমদানি, এত আড়ম্বর।
সেইসব বইপোকা শিশুকিশোর পাঠকদের কথা মাথায় রেখেই বিশিষ্ট সাহিত্যিক মৃত্যুঞ্জয় দেবনাথের এই উপহার, ‘৮ ভূতুড়ে’। সহজেই অনুমেয়, বইটিতে ৮-টি গল্প রয়েছে। গল্পগুলি অবশ্যই ভূতের। প্রতিটি গল্পে ঠাসা রয়েছে ভয়, কৌতূহল, রোমাঞ্চ। আর সবশেষে, লেখকের লেখনীর গুণে অপূর্ব সুন্দর পরিণতি। গল্পগুলি শিশুকিশোর তথা আপামর বইপ্রেমীদের পরিতৃপ্তি এবং আনন্দ দান করবে- তা নিঃসন্দেহে বলা যায়।